বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

কলাপাড়ায় সংরক্ষিত বনের জায়গা দখলকারী ২৫ পরিবার উচ্ছেদ। সাড়ে ১২ একর জমি উদ্ধার

কলাপাড়ায় সংরক্ষিত বনের জায়গা দখলকারী ২৫ পরিবার উচ্ছেদ। সাড়ে ১২ একর জমি উদ্ধার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ার মহিপুর রেঞ্জের গঙ্গামতি ফরেষ্ট ক্যাম্পের সংরক্ষিত বনের ভিতরে অবৈধ বসবাসরত ২৫টি টিনসেট ঘর উচ্ছেদ করেছে বন বিভাগ। মঙ্গলবার দিনভর উপক’লীয় বন বিভাগের পটুয়াখালীর সহকারী বন কর্মকর্তা ও মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ এর নেতৃত্বে ৩৫-৪০ জন বন কর্মচারী এ অভিযানে অংশ নেয়। বন বিভাগ সূত্রে জানাযায়, সংরক্ষিত বনের প্রায় সাড়ে ১২ একর জমি জবর দখল করে ২৫টি টিনের ঘর করে ৩/৪ বছর ধরে বসবাস করে আসছিল। বারবার তাদের বনের জায়গা ছেড়ে দিতে বলা হলেও তারা বাড়ি-ঘর না সরিয়ে বসবাস করে আসছিল। মঙ্গলবার দিনভর অভিযানে অবৈধ দখলদার ২৫ পরিবারকে উচ্ছেদ করে সংরক্ষিত বনের সাড়ে ১২ একর জায়গা উদ্ধার করা হয়। মহিপুর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। ফলে বন বিভাগের গঙ্গামতি সংরক্ষিত বনের সাড়ে ১২ একর জমি জবর দখল মুক্ত হয়েছে। তিনি আরও বলেন উদ্ধার কৃত বন ভ’মিতে চলতি মৌসুমে বাগান সৃজন করা হবে।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech