বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

পিরোজপুরে যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত, হামলায় আহত ৪

পিরোজপুরে যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত, হামলায় আহত ৪

পিরোজপুরে জেলা যুবলীগের বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আসার সময় এক পক্ষের হামলায় আহত হয়েছে অপর পক্ষের ৪ জন। আজ বৃহস্পতিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রেসিডিয়াম সদস্য তাজউদ্দিন আহমেদ।

বর্ধিতসভায় কেন্দ্রীয় নেতারা তাদের বক্তব্যে বলেন, টেন্ডারবাজীর সাথে যারা জড়িত, যারা বিগত দিনে নৌকার বিরোধিতা করেছে তাদের আগামীতে যুবলীগের কোনো নেতৃত্বে রাখা হবে না। ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের দিয়েই আগামী যুবলীগের নেতৃত্ব গড়া হবে। আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে পিরোজপুর জেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে বলে বর্ধিত সভায় ঘোষণা দেন নেতৃবৃন্দ।

এদিকে বর্ধিতসভাকে ঘিরে কয়েকটি অপ্রীতিকর ঘটনার অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে একপক্ষ তাদের ব্যানার ভেঙ্গে ফেলার অভিযোগ করেছে। বৃহস্পতিবার সকালে বর্ধিত সভায় আসার পথে সদর উপজেলার কদমতলা ইউনিয়নে এক পক্ষের হামলায় অপর পক্ষের  ৪ জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এসময় দুইটি মোটরসাইকেল ভাংচুর করা হয়েছে।

 

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজীর উপস্থাপনায় বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য মো. জসিম মাতুব্বর, সাংগঠনিক সম্পাদক কাজী মো. মাজাহারুল ইসলাম, যুগ্ম- সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম, গোলাম ফেরদৌস ইব্রাহিম, কামরুজ্জামান খান শামীম, নাসির উদ্দিন পিয়াস প্রমুখ।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech