আমতলী (বরগুনা) প্রতিনিধি:
এডিপির অর্থায়নে আমতলী পৌর মাছ ও কাচা বাজারের আধুনিকায়ন অবকাঠামো ও পুনঃ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার প্রধান অতিথি বরগুনা জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান এ অবকাঠামোর উদ্বোধন করেন।
জানাগেছে, আমতলী পৌরসভার এডিপির অর্থায়নে প্রায় এক কোটি টাকা ব্যয়ে পৌর মাছ ও কাচা বাজারের আধুনিকায়ন অবকাঠামো ও পুনঃনির্মানের উদ্যোগ নেয়। এ কাজ গত ১৫ সেপ্টেম্বর শেষ হয়। সোমবার এ অবকাঠামোর উদ্বোধন করেন প্রধান অতিথি বরগুনা জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান। উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বিশেষ অতিথি ছিলেন ইউএনও মোঃ কাওসার হোসেন, ওসি মোঃ শাহ আলম হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান মোসাঃ তামান্না আফরোজ মনি। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আলহাজ¦ নুরুল ইসলাম মৃধা, হলদিয়া ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক, গুলিশাখালী ইউপি চেয়ারম্যান অ্যাড, এইচএম মনিরুল ইসলাম মনি, মাছ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ মাহবুবুর রহমান হিমু গাজী, পৌর সচিব মোঃ রফিকুল ইসলাম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মজিবুল হায়দার, পৌর কাউন্সিলর মোঃ জাহিদুল ইসলাম জুয়েল, মোঃ হাবিবুর রহমান, মোয়াজ্জেম হোসেন ফরহাদ, চাওড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ আহুরুজ্জামান আলমাস খান, ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ হারুন অর রশিদ হাওলাদার, আওয়ামীলীগ নেতা আবদুল জব্বার মাষ্টার, জাহিদুল ইসলাম জুয়েল মধা ও আব্দুস সোবাহান লিটন প্রমুখ।