বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের মোল্লার বাজারে ভয়াভহ অগ্নিকাণ্ডে ১৬ টি দোকান ভস্মীভূত হয়ে প্রায় ৩৩ লাখ টাকার ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের। গত সোমবার দিবাগত রাত ১ টারদিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বাজারের বড়মুদি দোকানদার জাহিদ হাওলাদার বলেন, আগুন লাগার বিষয়টি বাজারের নৈশ প্রহরী অলিল মোল্লা সকলকে জানালে বাজারের ব্যবসায়ীরা ও আশে পাশের বাসিন্দারা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালায় স্থানীয় বাশার সিকদার জানান, আগুন বাজারের চারদিকে ছড়িয়ে যেতে দেখে ৯৯৯ কল করি এর পর বাকেরগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
বাকেরগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আহসান হাবিব বলেন, প্রাথমিক ভাবে আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া আগুনে ১৬ টি ছোট বড় দোকান পুরে ছাই হয়ে গেছে এবং ব্যবসায়ীদের প্রায় ৩৩ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।
বাকেরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমকর্তা আসাদুজ্জামান খান জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের সুনির্দিষ্ট তালিকা করে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেয়া হবে।