বরিশালে ১৪ জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের মাধ্যমে বুধবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে এক অনুষ্ঠানে এই হুইল চেয়ার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার, জেলা তথ্য অফিসের পরিচালক জাকির হোসেন, জেলা প্রশাসকের কার্যালয়ের প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র’র কনসালট্যান্ট ডা. মননুজা রহমান প্রমুখ।