ধর্মীয় সম্প্রিতি ও সচেতনতামূলক প্রচারনার আওতায় আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ বরগুনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
অতিরিক্ত জেলা প্রশাসক জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে আরও উপস্থিত ছিলেন বরগুনা ১ আসনের সংসদ সদস্য অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, সংরক্ষিত আসন-৩১৫ সংসদ সদস্য সুলতানা নাদিরা, বরগুনা ২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন, বরগুনা ও পাথরঘাটা পৌর মেয়র, বরগুনা, তালতলী, বেতাগী, বামনা ও পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যানবৃন্দ, মুসলিম, সনাতন, বৌদ্ধ, খ্রীষ্টান ধর্মীয় প্রতিনিধিরা।
মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন অতিরিক্ত পুলিশ সুপার এস.এম. তারিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা আ. রশিদ, আ. মোতালেব মৃধা, পিপি, অ্যাড. ভূবন চন্দ্র হালদার, খ্রীষ্টান সম্প্রদায় প্রতিনিধি, দিলীপ বুলবুল গোমেজ, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ সভাপতি গৌরাঙ্গ সিকদার শিবু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল হাফিজ, নিউ নিউ খেইন, মংচিন থান প্রমূূূখ।