বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

জেলা প্রশাসন এর পক্ষ থেকে পূজামণ্ডপে টিশার্ট ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

জেলা প্রশাসন এর পক্ষ থেকে পূজামণ্ডপে টিশার্ট ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

বরিশাল প্রতিনিধি:
হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। বরিশাল জেলা ব্যাপী শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি চলছে। আজ ৯ অক্টোবর শনিবার  জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে সার্কিট হাউস সম্মেলন কক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২১ উদযাপন উপলক্ষে ৬৩৩ টি পূজামণ্ডপের জন্য ৬৫০০ টিশার্ট, ৬৫০ টি হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।
 জেলা প্রশাসক  জসীম উদ্দীন হায়দার এর পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  প্রশান্ত কুমার দাস টিশার্ট ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন।
 এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার এনডিসি বরিশাল মোঃ নাজমূল হুদা, জেলা জেলা পূজা উদযাপন পরিষদ এর সাধারণ সম্পাদক মানিক মুখার্জী, সভাপতি মহানগর পূজা উদযাপন পরিষদ তমাল মালাকার ও সম্পাদক চঞ্চল দাশ পাপ্পাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
বরিশাল জেলায় মোট পূজা মন্ডপের সংখ্যা ৬৩৩ টি। এর মধ্যে বাকেরগঞ্জ উপজেলা ৭১ টিকে, গৌরনদী উপজেলা ৮৫ টি, মুলাদী উপজেলা ১১ টি, মেহেন্দিগঞ্জ উপজেলা ২৪ টি, হিজলা উপজেলা ১৫ টি, আগৈলঝাড়া উপজেলা ১৫৯ টি, বাবুগঞ্জ উপজেলা ২৫ টি, বরিশাল সদর উপজেলায় ২৪ টি, বরিশাল মহানগর ৪৪ টি, বানারীপাড়া উপজেলা ৫৯ টি, উজিরপুর উপজেলা ১১৬ টি পূজা মন্ডপ। প্রস্তুত রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা,
পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে নেওয়া হয়েছে নিরাপত্তা কার্যক্রম।জেলা প্রশাসক বরিশাল বলেন, পূজা নির্বিঘ্ন করতে নেয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। থাকছে পর্যাপ্ত মোবাইল কোর্ট টিম,  প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার সামগ্রী সকল পূজামণ্ডপে পৌঁছে দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech