সার্বজনীন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মহাসপ্তমীতে গতকাল মঙ্গলবার রাতে বরিশাল নগরীর বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস। এসময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট দিলীপ কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক অ্যাড: মজিবর রহমান, সদস্য অ্যাডঃ ফয়জুল হক ফয়েজ, উপ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট কাইয়ুম খান কায়সার, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট মিলন ভূঁইয়া সহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।