আমতলী প্রতিনিধি।
বরগুনা জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান আমতলী পৌর শহরের বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন করেছেন। মঙ্গলবার রাতে এ পুজামন্ডপ পরিদর্শন করেন তিনি।
জানাগেছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজা সোমবার অধিবাসের মধ্য দিয়ে শুরু হয়। প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রার্দুভাবে গত বছর এ উৎসবে দর্শনার্থীরা উপস্থিত হতে পারেনি। এ বছর মানুষ উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গাপুজায় অংশ নিয়েছেন। আমতলী পৌর শহর ও উপজেলায় ১৩টি মন্দিরে দুর্গা উৎসব চলছে। মঙ্গলবার সপ্তামীর রাতে আমতলী উপজেলা কেন্দ্রিয় শ্রী শ্রী দুর্গা মন্দির, পৌর শহরের রামকৃষ্ণ মন্দির, বন্দে শ্রী বিষ্ণু পরমাপদ মন্দির ও গাজীপুর বন্দর সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করেন বরগুনা জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান। পরে আমতলী কেন্দ্রিয় মন্দিরে মতবিনিময় সভায় অংশ নেন। কেন্দ্রিয় দুর্গাপুজা উদযাপন কমিটির সভাপতি ধীরাজ কুমার বিশ^াসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট এমএ কাদের মিয়া, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ নাজমুল ইসলাম। বক্তব্য রাখেন আমতলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ আলম হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট হরিহর চন্দ্র দাস, ইউপি চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান বাদল খাঁন, সোহেলী পারভীন মালা ও অ্যাডভোকেট এইচ এম মনিরুল ইসলাম মনি প্রমুখ।
আমতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান বলেন, মানুষ আনন্দ ঘন পরিবেশে মন্দিরে এসে শারদীয় দুর্গা উৎসব উপভোগ করছেন। পুজা উপলক্ষে উপজেলার সকল মন্দিরে সহযোগীতা করা হয়েছে। এ সহযোগীতা অব্যাহত থাকবে বলে তিনি আশ^াস দেন।
বরগুনা জেলা প্রশাসক প্রধান অতিথি মোঃ হাবিবুর রহমান বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজা জেলার সর্বত্র সুন্দর ও মনোরম পরিবেশে উদযাপিত হচ্ছে। প্রাণঘাতী করোনা ভাইরাসের মধ্যেও এ উৎসব মিলন মেলায় পরিনত হয়েছে। তিনি আরো বলেন, সরকারীভাবে জেলার সকল মন্দিরে উৎসব পালনে বরাদ্দ দেয়া হয়েছে।