বরিশাল:
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে গত ২৪ ঘন্টায় কোন রোগী মারা যায়নি। গতকাল রবিবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ২৬ জন রোগী। এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে কারিগরি ত্রুটির কারনে নমুনা পরীক্ষার কোন রিপোর্ট গত শনিবার রাতে প্রকাশিত হয়নি।
হাসপাতালের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, গত শনিবার ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ২৫ জন রোগী। বিগত ২৪ ঘন্টায় চিকিৎসায় সুস্থ্য হয়ে করোনা ওয়ার্ড ত্যাগ করেছেন ২ জন রোগী। একই সময়ে নানা উপসর্গ নিয়ে করোনা ওয়ার্ডে ৩ জন রোগী ভর্তি হয়েছেন। গত ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় কোন রোগীর মৃত্যু হয়নি। এর আগে গত শনিবার চিকিৎসাধীন অবস্থায় ২ জন রোগীর মৃত্যু হয়। এর আগের ৭২ ঘন্টায় (৩ দিন) চিকিৎসাধীন কোন রোগী মারা যায়নি করোনা ওয়ার্ডে। গতকাল রবিবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ২৬ জন রোগী।
গত বছরের ১৭ মার্চ শেবাচিমে করোনা ওয়ার্ড চালুর পর এ পর্যন্ত ৭ হাজার ৩শ’ ২০ জন রোগী সেখানে ভর্তি হন। যার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ১ হাজার ৪শ’ ১৪ জনের মৃত্যু হয়েছে।
এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবের কারিগরি ত্রুটির কারনে নমুনা পরীক্ষার কোন রিপোর্ট গত শনিবার রাতে প্রকাশিত হয়নি বলে জানিয়েছেন পারিচালক কার্যালয়ের করোনা তথ্য সংরক্ষক জাকারিয়া স্বপন।
এর আগে গত শুক্রবার রাতের সব শেষ রিপোর্টে ১ দশমিক ২২ ভাগ, বৃহস্পতিবার ১ দশমিক ০০ ভাগ, বুধবার ০ দশমিক ৯০ ভাগ, মঙ্গলবার ০ দশমিক ৮৮ ভাগ, সোমবার ৬ দশমিক ৬২ ভাগ এবং গত রবিবার ৪ দশমিক ৭৮ ভাগ করোনা শনাক্ত হয় পিসিআর ল্যাবে।
গত বছরের ৮ এপ্রিল মেডিকেল কলেজে পিসিআর ল্যাব চালুর পর গত ৫ জুলাই সর্বাধিক ৭৩ দশমিক ৯৪ ভাগ করোনা শনাক্ত হয়।