দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মানববন্ধন ও সম্প্রীতি সমাবেশ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবার। ‘রুখে দাঁড়াও বাংলাদেশ’ স্লোগান নিয়ে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের সামনে বরিশাল-পটুয়াখালী সড়কের পাশে এ মানববন্ধন ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে মানববন্ধন ও সম্প্রীতি সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি ও প্রক্টর ড. খোরশেদ আলম, সাধারন সম্পাদক জ্যোর্তিময় বিশ্বাস, শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও শের-ই বাংলা হলের প্রভোস্ট আবু জাফর মিয়া, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট ও সাবেক সভাপতি মো. আরিফ হোসেন, ইংরেজী বিভাগের চেয়ারম্যান ইয়াছিফ আহমেদ ফয়সাল, ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক তানভীর কায়ছার এবং কর্মকর্তা পরিষদের সভাপতি বাহাউদ্দিন গোলাপ প্রমুখ।
এদিকে একই দাবিতে সকাল ১০টায় সকালে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে বরিশাল রিপোর্টার্স ইউনিটি।