বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান প্রথম বর্ষের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১১টায় সুষ্ঠু-সুন্দর পরিবেশে পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শেষ হয় বেলা সাড়ে ১২টায়।
পরীক্ষা শুরুর আগে কেন্দ্র পরিদর্শন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। বরিশাল কেন্দ্রে ৪৭০ জন পরীক্ষার্থীর মধ্যে ৪০০ জন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। উপস্থিতির হার ছিলো ৮৫.১১ ভাগ।
প্রথমবারের মতো দেশের ৮ বিভাগীয় শহরে অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। এর আগে গত পহেলা অক্টোবর ‘ক’ ইউনিট, ২ অক্টোবর ‘খ’ ইউনিট, ৯ অক্টোবর ‘চ’ ইউনিট এবং আজ ২২ অক্টোবর অনুষ্ঠিত হয় ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা।
একই ক্যাম্পাসে আগামীকাল শনিবার ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম।