নিউজ ডেস্ক:
গাইবান্ধা সদর উপজেলায় পলিথিনে মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার খোলাহাটি ইউনিয়নের কুমারপাড়া এলাকা থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।
গাইবান্ধা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার বলেন, গাইবান্ধা-দাড়িয়াপুর সড়কের কুমারপাড়া এলাকায় ‘একতা’ নামে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থার কার্যালয়ের উত্তর পাশে আবাদি জমিতে পলিথিনে মোড়ানো এক নবজাতকের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে কে-বা কারা এই নবজাতকের মরদেহ ফেলে রেখে গেছে তা জানা যায়নি।