বরিশালে গভীর নলকূপ স্থাপনের নামে সিটি করপোরেশনের ভুয়া রশিদ (মেমো) তৈরি করে প্রতারণার মাধ্যমে ৭৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে এক ব্যক্তিকে পুলিশে সোপর্দ করা হয়েছে। মঙ্গলবার ওই ব্যক্তিকে নগরভবন থেকে আটক করে পুলিশে সোপর্দ করে সিটি করপোরেশন কর্তৃপক্ষ। এ ঘটনায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা।
আটক মুন্না বেপারী নগরীর কাগাশুরা এলাকার বারেক বেপারীর ছেলে এবং পেশায় একজন স্যানিটারী মিস্ত্রি।
বিসিসি’র প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, গত সেপ্টেম্বরে ইছাকাঠী মহামায়া এলাকার জনৈক মো. কবির গভীর নলকূপ স্থাপনের জন্য স্যানিটারী মিস্ত্রি মুন্নার সাথে এক লাখ ৩০ হাজার টাকায় চুক্তিবদ্ধ হয়। সে অনুযায়ী মুন্নাকে ৭৫ হাজার টাকা পরিশোধ করেন তিনি। টাকা পেয়ে মুন্না প্রতারনার মাধ্যমে একটি ভূয়া মোমো তৈরী করে কবিরকে দেয়। ওই কাগজ পেয়ে কবির গভীর নলকূপ স্থাপনের কাজ শুরু করে। বিষয়টি জানতে পারে সিটি করাপেরশন। এক পর্যায়ে বিসিসি’র পানি সরবরাহ শাখা থেকে বিষয়টি তদন্ত করে প্রতারণার সত্যতা পায় তারা। দুপুরে মুন্নাকে কৌশলে সিটি করপোরেশনে ডেকে নেন সংশ্লিস্ট কর্মকর্তারা। এ সময় কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে মুন্না প্রতারণার কথা স্বীকার করে। পরে তাকে কোতয়ালী মডেল থানা পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস।