বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়রের পক্ষ থেকে করপোরেশনের অসহায় কর্মকর্তা-কর্মচারীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। চিকিৎসা, মেয়ের বিয়ে ও ঘর নির্মান সহ বিভিন্ন কাজের জন্য সিটি মেয়রের কাছে আর্থিক সহায়তা চেয়ে আবেদন করা কর্মকর্তা-কর্মচারীদের মাঝে এ চেক বিতরণ করা হয়। গতকাল মঙ্গলবার বরিশাল সিটি করপোরেশনের নগর ভবনে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ পক্ষে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মো. ফারুক আহম্মেদ। এসময় সিটি করপোরেশনের ৬৪ জন অসহায় কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ১৩ লক্ষ ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়।