বরিশাল প্রতিনিধি:
বরিশালের গৌরনদীতে মোবাইলে ম্যাসেজ দেয়াকে কেন্দ্র করে দুই যুবককে পিটিয়ে আহত করা হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন। এ ঘটনায় মঙ্গলবার সকালে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
গত সোমবার রাতে উপজেলার বিল্বগ্রামের ঘুল্লিরপাড় নামক এলাকায় ঘটনাটি ঘটে। আহতরা হলেন- জংগলপট্টি গ্রামের গোপীনাথ দাসের পুত্র পল্লব দাস (২৬) ও একই গ্রামের বাদল চন্দ্র দাসের পুত্র অনয় সোম (২৫)।
গতকাল মঙ্গলবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন আহতরা জানান, হাপানিয়া গ্রামের সোহেল হাওলাদার সানুর মোবাইলে কে বা কারা দীর্ঘদিন থেকে ম্যাসেজ প্রদান ও ফোন করে বিরক্ত করে আসছিলো। এ ঘটনায় তাদেরকে (আহতদের) দায়ী করে আসছিলো সানু। এ ঘটনার জেরধরে সোমবার রাতে বিল্বগ্রাম ঘুল্লিরপাড় নামক এলাকা থেকে পল্লব ও অনয়কে মোটরসাইকেলে করে তুলে নিয়ে যায় সানু ও তার সহযোগীরা। পরে তাদেরকে বেধরক পিটিয়ে গুরতর আহত করা হয়। তবে মারধরের বিষয়টি অস্বিকার করেছেন সোহেল হাওলাদার সানু। অভিযোগের তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার এসআই গাফ্ফার হোসেন জানান, বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।