বরিশাল সিটি করপোরেশনের কাউনিয়া হাউজিং প্রকল্প-২ এর প্লট বরাদ্দ কমিটির চূড়ান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বিসিসির এনেক্স ভবন সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহম্মদের সভাপতিত্বে বরাদ্দ কমিটির অন্যান্য সদস্য জেলা প্রশাসনের সহকারী কমিশনার আরাফাত হোসেন, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. অলিউল ইসলাম এবং আইন উপদেষ্টা গোলাম সরোয়ার রাজীবসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, কাউনিয়া হাউজিং প্রকল্প-২ এর আওতায় ৫টি ক্যাটাগরিতে মোট ২৪০ টি প্লট রয়েছে। ১২.০৭ একর আয়তনের এই হাউজিং প্রকল্পটি বাস্তবায়ন করছে সিটি করপোরেশ কর্তৃপক্ষ।
বীর মুক্তিযোদ্ধা বা তার পরিবার, শিক্ষা, সাহিত্য, সংগীত ও শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রয়েছে এমন ব্যক্তি, প্রতিবন্ধি, সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিক সহ নগরীর সকল শ্রেনী-পেশার মানুষের মাঝে এই প্লট বরাদ্দ দেয়া হবে।