নগরীর কালিবাড়ি রোডস্থ পাষাণময়ী কালিমাতার মন্দিরের পুরোহিত দুলাল কৃষ্ণ ভট্টাচার্য এর পিতা কৃষ্ণকান্ত ভট্টাচার্য আজ বিকালে মন্দিরের নিজ আবাসে পরলোকগমন করেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্। তিনি তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপণ করেছেন।