বরগুনায় শিশু ও নারী অধিকার ফোরামের মানববন্ধন পুলিশের বাধার মুখে পণ্ড হয়েছে। সারাদেশে সংখ্যালঘু নির্যাতন, নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন শুরু করলে পুলিশ তাতে বাধা দেয়। ব্যানার ছিনিয়ে অংশগ্রহণকারীদের রাস্তা থেকে হটিয়ে দেয় পুলিশ।
রবিবার বেলা সাড়ে ১১টার দিকে বরগুনা প্রেসক্লাব চত্ত্বরে এ মানববন্ধনে জেলা বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম মোল্লা, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন হাসান শাহীন, জেলা যুবদলের সভাপতি মো. জাহিদ হোসেন মোল্লা, জেলা শিশু ও নারী অধিকার ফোরামের সভাপতি এডভোকেট আহসান হাবীব স্বপন, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওয়াসী মতিন, জেলা ছাত্রদলের সভাপতি ফায়জুল মালেক সজীব, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রনিসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধন শুরু করার সাথে সাথেই বরগুনা থানার পুলিশ মানববন্ধন স্থলে উপস্থিত হয়ে ব্যানার ছিনিয়ে নিয়ে যায় এবং অংশগ্রহণকারীদের হটিয়ে দেয়।