বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

রাজনৈতিক দলের সব পর্যায়ে ৩৩ শতাংশ নারী নেতৃত্ব নিশ্চিত করনের দাবীতে বরিশালে সংবাদ সাম্মেলন

রাজনৈতিক দলের সব পর্যায়ে ৩৩ শতাংশ নারী নেতৃত্ব নিশ্চিত করনের দাবীতে বরিশালে সংবাদ সাম্মেলন

বরিশাল:
রাজনৈতিক দল নিবন্ধন আইন ২০২০ বাস্তবায়নে সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা ও রাজনৈতিক দলের সব পর্যায়ে ৩৩ শতাংশ নারী নেতৃত্ব নিশ্চিত করনের দাবীতে বরিশালে সংবাদ সাম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বেলা সাড়ে ১১টায় নগরীর বিডিএস মিলনায়তনে নারী উন্নয়ন ফোরাম ও অপরাজিতা নেটওয়ার্ক বরিশালের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। পিরোজপুরের নেছারাবাদ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সনাক সভাপতি প্রফেসর শাহ সাজেদা, পিরোজপুরের নাজিরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান শাহরিয়ার ফেরদৌস রুনা, বরিশাল মহানগর মহিলা লীগের সাধারণ সম্পাদক কোহিনুর বেগম, ঝালকাঠী সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, উন্নয়ন সংগঠক আনোয়ার জাহিদ ও অপরাজিতা: নারীর রাজনৈতিক ক্ষমতায়ন কর্মসূচির সমন্বয়কারী রাবেয়া বসরী প্রমুখ। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে কেবলমাত্র প্রর্তীকী অংশগ্রহণ নয়, নরীর প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। নারীর সমান অধিকার থাকা সত্ত্বেও নারীদের ক্ষেত্রে রাজনৈতিক ভাবে সমান অধিকার নেই। নারীদের সংরক্ষিত আসনে নির্বাচন করতে হয়। প্রতিটি ওয়ার্ডের জন্য একটি করে পুরুষ প্রার্থী নির্বাচন করতে পারে কিন্তু নারীদের সংরক্ষিত (তিনটি ওয়ার্ডের) বিপরীতে প্রতিদন্দ্বিতা করতে হয়। একটি ওয়ার্ডে যে ভোটার থাকে তার ৩ গুন ভোটারের মন জয় করে একজন নারীকে সংরক্ষিত ওয়ার্ডে রাজনীতি করতে হচ্ছে। তারা আরও বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় কমিটিতে প্রেসিডিয়াম, স্থায়ী কমিটি, সম্পাদকীয় ও নির্বাহী সদস্য থাকে। তাদের মধ্যে নিবন্ধিত রাজনৈতিক দল গণফ্রন্ট তাদের কমিটিতে ৩৩ শতাংশ নারী প্রতিনিধি রাখার কথা বললেও, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে ২৪ শতাংশ, বিএনপির সব পর্যায়ে ১৫ শতাংশ, জাপায় ২০ শতাংশ, জাতীয় পার্টি-জেপিতে ১৬ শতাংশ নারী নেতৃত্ব রাখা হয়েছে। তাই তারা স্থানীয় সরকার নির্বাচনে এক-তৃতীয়াংশ নারীকে দলীয়ভাবে মনোনয়ন ও রাজনৈতিক দলের সকল পর্যায়ে ৩৩ শতাংশ নারী নেতৃত্ব রাখার দাবী জানান। সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন সাংস্কৃতিক ও উন্নয়ন সংগঠক শুভংকর চক্রকর্তী। ধারণাপত্র পাঠ করেন পিরোজপুরের মঠাবাড়িয়া উপজেলার শাপলেজা ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য ফাহমিদা মুন্নী।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech