বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

জাটকা ইলিশ পরিবহনের অপরাধে রয়েল পরিবহনকে ৫ হাজার টাকা জরিমানা

জাটকা ইলিশ পরিবহনের অপরাধে রয়েল পরিবহনকে ৫ হাজার টাকা জরিমানা

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
জাটকা ইলিশ পরিবহনের অপরাধে রয়েল পরিবহনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমতলী উপজেলা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল ইসলাম এ জরিমানা করেছেন। একই সাথে জব্দকৃত ৪০০ কেজি জাটকা ইলিশ এতিম খানায় বিতরন করে দেয়া হয়েছে। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাত ৯ টার দিকে।
জানাগেছে, ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষে নবেম্বর থেকে জুন মাস পর্যন্ত ৮ মাস জাটকা ইলিশ শিকার, পরিবহন ও বিপণন সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার। কিন্তু সরকারী নির্দেশনা উপেক্ষা করে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন নদীতে জাটকা ইলিশ শিকার করছে জেলেরা। এ ইলিশ ট্রাক ও যাত্রীবাহী পরিবহন গাড়ীতে দেশের বিভিন্ন অঞ্চলে গোপনে রপ্তানী করে থাকে একটি চক্র। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের আমতলী চৌরাস্তা থেকে রয়েল পরিবহন গাড়ী আটক করে। পরে ওই গাড়ীতে তল্লাশী করে ৪০০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোঃ নাজমুল ইসলাম জাটকা ইলিশ পরিবহনের অপরাধে ৫ হাজারে টাকা অর্থদন্ড করেছেন। একই সাথে জব্দকৃত ইলিশ এতিম খানায় বিতরন করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, যাত্রীবাহী পরিবহন গাড়ীতে দীর্ঘদিন ধরে গোপনে জাটকা ইলিশ পরিবহন করে আসছে। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবী জানান তারা।
আমতলী উপজেলা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল ইসলাম বলেন, জাকটা ইলিশ সংরক্ষণ আইনে রয়েল পরিবহনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে জব্দকৃত জাটকা ইলিশ এতিম খানায় বিতরন করা হয়।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech