শামীম আহমেদ ॥
বরিশাল নগরীর কাশিপুরে সড়ক দূঘটনায় নিহত দরিদ্র পাদুকা শ্রমিক অনিল ঋষির পরিবারকে ক্ষতি পুরন করা সহ বরিশাল-ঢাকা মহাসড়কের নগরীর কাশিপুর বাজার এলাকায় স্প্রিড ব্রেকার নির্মাণ করা সহ ডিজেল কোরসিন সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম কমানোর দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা কমিটি।
আজ নিবার (৬ই) নভেম্বর সকাল সাড়ে ১১টায় বরিশাল-ঢাকা মহসড়কের কাশিপুর বাজার সড়কে মানববন্ধন সমাবেশ কর্মসূচি পালিত হয়।
গোলাম রসুলের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলা কমিটির সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী, জেলা আহবায়ক ইমরান হাবিব রুমন, বিজন সিকদার, নগরীর ইজিবাইক সংগ্রাম কমিটির সভাপতি আঃ আজিজ মোল্লা,মোঃ মোখলেস,রুবেল হাওলাদার,মোঃ মাসুম খান প্রমুখ।