বরিশাল প্রতিনিধি :
বঙ্গবন্ধুর দর্শন সমবায় উন্নয়ন এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আজ শনিবার, ০২ নভেম্বর বরিশাল সমবায় বিভাগ ও সমবায়বৃন্দদের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে ৫০তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ আব্দুল রাজ্জাক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ সরকারি ব্রজমোহন কলেজ বরিশাল ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া, যুগ্মনিবন্ধক বিভাগীয় সমবায় কার্যালয় বরিশাল মুহাম্মদ আবদুল্ল আল মামুন, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক বীর প্রতীকসহ সমবায় অফিসের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন সমবায় প্রতিষ্ঠানের সমবায়িরা উপস্থিত ছিলেন।
শুরুতে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে জাতীয় সমবায় দিবস উপলক্ষে জাতীয় সঙ্গীত পরিবেশনের পাশাপাশি জাতীয় পতাকা এবং সমবায় পতাকা উত্তলন কারেন অতিথিরা। পরে সভাকক্ষে সমবায় দিবসের আলোচনা সভায় অতিথিরা আলোচনা করেন।