বরিশাল : বরগুনা জেলা ছাত্রকল্যাণ পরিষদ, বরিশাল ‘র দ্বিবার্ষিক সম্মেলন আজ বেলা ১১টায় সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত। সরকারি ব্রজমোহন কলেজের প্রানীবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে সম্মেলনে বক্তৃব্য রাখেন সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক আল আমিন সরোয়ার, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মাসুদুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নুরুল আমিন হিরু, সংগঠনের ভারপ্রাপ্ত রুহুল আমীন, সাধারণ সম্পাদক ইমরান হাসান, সদস্য আবু রায়হান, তাওহীদুল ইসলাম, রাশিদুল ইসলাম মঞ্জিল প্রমুখ। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নির্বাচন কমিশনার মোঃ মতিয়ার রহমানের তত্বাবধানে সভাপতি পদে সরকারি ব্রজমোহন কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের মাস্টার্স শেষ পর্বের ছাত্র আবু রায়হান, সাধারণ সম্পাদক পদে সরকারি ব্রজমোহন কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মো তাওহীদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক পদে রাশেদুল ইসলাম মনজিলকে নির্বাচিত করে ৫১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।