শামীম আহমেদ ॥
বরিশালের আগৈলঝাড়ায় ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়েছে।রোববার (১৪ নভেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-৮।এরআগে আগৈলঝাড়া থানাধীন রত্নপুরের মিশ্রিপাড়া বটতলা মোড় সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে যায় র্যাব-৮ এর সদস্যরা।কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌঁছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ২ জন ব্যক্তিকে আটক করা হয়।এসময় আটককৃতদের কাছ থেকে ৩ শত পিস ইয়াবা ট্যাবলেট, ১ টি মোটরসাইকেল জব্দ করা হয়।আটককৃতরা হলো বরিশালের গৌরনদী উপজেলার উত্তর বিজয়পুর এলাকার মোঃ নাসির উদ্দীন(৩৮)ও আগৈলঝাড়া উপজেলার সেরাল এলাকার মোঃ পলাশ হাওলাদার(৩৫)।র্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মোঃ আবুল কালাম আজাদ বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।