বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

দ্রব্যমূল্য, গ্যাস ও জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে মানববন্ধন

দ্রব্যমূল্য, গ্যাস ও জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে মানববন্ধন

বরিশাল:
দ্রব্যমূল্য, গ্যাস ও জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সাধারণ শিক্ষার্থীরা। গতকাল রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুজয় বিশ্বাস শুভ বলেন, আন্তজার্তিক বাজারে তেলের দাম যখন কম ছিল তখন সরকার ৪৩ হাজার কোটি টাকা মুনাফা করছে। এই মুনাফা দিয়ে সরকার ৪ মাস ভর্তুকি দিতে পারলো না। আবার বিশ্ববাজারে দাম কমলেও দেশীয় বাজারে দাম কমে না। হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জামান কবির বলেন, সরকারকে জিম্মি করে পরিবহন মাফিয়ারা ইচ্ছে মতো ভাড়া বৃদ্ধি করেছে। বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পাওয়ায় সরকার নাকি তেলের দাম বৃদ্ধি করেছে। সরকার বিদেশ থেকে তেল আমদানি রাতারাতি করে না। মিনিমাম ৬ মাসের তেল আমদানি করে রাখে। আমরা মানববন্ধনে সরকারকে বলতে চাই, মানুষ খাওয়া কমাবে না, আপনারা খাওয়া কমান। পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুজন মাহমুদ বলেন, জ্বালানি তেলের দাম লিটার প্রতি ১৫ টাকা বৃদ্ধি পেয়েছে কিন্তু বরিশালে এলপিজি চালিত সিএনজিগুলো অনৈতিকভাবে রূপাতলী থেকে সদর পর্যন্ত ভাড়া ২০ টাকা করে দিয়েছে। অতিরিক্ত ভাড়া শিক্ষার্থীদের জীবনযাত্রায় বাড়তি চাপ সৃষ্টি করেছে। বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী আছে যারা ডাল ভাত খেয়ে জীবনযাপন করে। অতিরিক্ত ভাড়ার ফলে বাধ্য হয়ে আামদের হেঁটে আসতে হচ্ছে। মানববন্ধনে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী আনিকা সরকার, মাসুদ রানা প্রমুখ।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech