আজ ১৭ নভেম্বর বুধবার সকাল ১১ টায় তথ্য অফিস বরিশালের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে বরিশাল জেলা তথ্য অফিসের নিয়মিত প্রচার কার্যক্রমের অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ১০টি উদ্যোগ নিয়ে মহিলা সমাবেশের অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপপরিচালক স্থানীয় সরকার বরিশাল মোঃ শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক জেলা তথ্য অফিস বরিশাল জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর বরিশাল দিলারা খানম, সিভিল সার্জন প্রতিনিধি ডা. আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবদুল লতিফ মজুমদার প্রমূখ। সমাবেশের শুরুতে প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্যোগ নিয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন বরিশাল জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার লেলিন বালা। অনুষ্ঠানে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মোঃ মকবুল হোসেন, গনযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক বিধান চন্দ্র কর্মকার। বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত আশ্রয়ণ প্রকল্পের মাহফুজা নামে এক উপকারভোগীর সাথে কথা বলেন। এসময় ১০ প্রকল্পের আওতায় বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন ও প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে যে অবদান রাখছে সে বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অতিথিরা। ১০ উদ্যোগ বিষয়ের প্রামাণ্য চিত্রে জানানো হয় এ পর্যন্ত প্রায় ৯ লাখ পরিবারকে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। বিভিন্ন ইউনিয়নে ৬ হাজার ৬৮৬ টি ডিজিটাল সেবাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে। এ ডিজিটাল সেবাদান কেন্দ্র থেকে ২৭২ ধরণের ডিজিটাল সেবা প্রদান করা হয়। দেশের ৯৯.৭৫ শতাংশ মানুষ বিদ্যুৎ ব্যবহার করছে। বিগত ১ বছরে ১ কোটি নতুন সংযোগ দেওয়া হয়েছে। সৌর বিদ্যুতের আওতায় আসছে ২ কোটি মানুষ। দেশের সাড়ে ১৩ লক্ষ কমিউনিটি ক্লিনিকে প্রতিদিন ৫ লক্ষ মানুষ স্বাস্থ্য নিচ্ছে। ৩১ প্রকার ওষধ বিনা মূল্যে প্রদান করা হয় কমিউনিটি ক্লিনিকে। প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা আরো বেগবান করার জন্য কমিউনিটি ক্লিনিককে ৪ রুমে সম্প্রসারণ করার পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ১১৯ ধরণের নিরাপত্তা ভাতা প্রদান করে আসছে সরকার।