বরিশাল প্রতিনিধি:
অনুমতি ব্যতিরেকে ওষুধ মজুতকরণ ও যথাযথ সংরক্ষন না করার অপরাধে বরিশালে দুই ঔষুধ কোম্পানিকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর নির্দেশনায় গতকাল মঙ্গলবার দুপুর ২ টার দিকে নগরীর গোরস্থান রোড এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন আল হেলাল। এসময় ঔষধ আইন, ১৯৪০ এর কয়েকটি ধারা উপধারা লঙ্ঘন করে লাইসেন্স ও অনুমতি ব্যতিরেকে ওষুধ মজুতকরণ ও যথাযথ ভাবে সংরক্ষন না করার অপরাধে এপেক্স ফার্মা লিমিটেডকে ৫ হাজার টাকা এবং এস্ট্রা বায়োফার্মা লিমিটেডকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে প্রসিকিউশন অফিসার হিসেবে সহযোগিতা করেন বরিশাল ঔষধ প্রশাসন এর তত্ত্বাবধায়ক অদিতি স্বর্ণা। এসময় আইন-শৃঙ্খলা রক্ষা ও গণসচেতনতা কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করেন মেট্রোপলিটন পুলিশের সদস্যরা।