বুধবার বিকেলে ঢাকায় তার্কিশ দূতাবাসে কূটনীতিক সংবাদাতাদের সংগঠন ডিক্যাব-এর সদস্যদের সাথে মত বিনিময়ে এ কথা বলেন তিনি।
সাংবাদিকদের তিনি বলেন, তুরস্ক ফাঁসির শাস্তিতে বিশ্বাস করে না তাই যুদ্ধাপরাধীদের ফাঁসির পর বিবৃতি দিয়েছিল, কিন্তু এর সাথে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করা বা সম্পর্ক খারাপ হবার কারণ নেই। দু’দেশের মধ্যে যে দূরত্ব আছে, তা উচ্চ পর্যায়ের নেতাদের সফরের মাধ্যমে দূর হবে বলেও মনে করেন তুরস্কের রাষ্ট্রদূত।
তিনি আরও বলেন,তুরস্ক তার এশিয়া নীতি তৈরি করছে। সেখানে বাংলাদেশকে বিশেষ গুরুত্ব দিচ্ছে তুরস্ক। ইন্দো প্যাসিফিক কৌশলে – আইপিএস’য়ে একদিকে চীন অন্যদিকে যুক্তরাষ্ট্রের মত বড় শক্তি রয়েছে। এখানে বাংলাদেশ ও তুরস্কের অবস্থান নিরপেক্ষ।