বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

বিএম কলেজের আবাসিক হলে অভিযান, সিলগালা

বিএম কলেজের আবাসিক হলে অভিযান, সিলগালা

শামীম আহমেদ ॥ সরকারী ব্রজমোহন (বিএম) কলেজের আবাসিক হলে তিনটি হলে অভিযান চালিয়েছে কর্তৃপক্ষ। এসময় চারটি কক্ষ সিলগালা করে দেওয়া হয়েছে। শনিবার দিবাগত রাত ১১টার দিকে কলেজের অধ্যক্ষ শফিকুর রহমান সিকদারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, মাদকসেবী, বহিরাগত ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আকস্মিকভাবে কলেজের অশ্বিনী কুমার ছাত্রাবাস থেকে প্রথম অভিযান শুরু করা হয়। এ হলের সুপার সহযোগী অধ্যাপক ড. জাহাঙ্গীর কবির বলেন, হলে রুম দখল করে বহিরাগতদের মাদকসেবনের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালানো হয়েছে। এসময় হলের এ ব্লকের ৩১০ ও ৩০১ এবং বি ব্লকের ২১৫ নং কক্ষে গিয়ে কাউকে পাওয়া যায়নি। আর ২১৫নং কক্ষ থেকে জুয়া খেলার তাস উদ্ধার করা হয়। পরে ওই কক্ষগুলো সিলগালা করে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, কারও নামে যদি এই কক্ষগুলো অ্যালটমেন্ট করা থাকে তাহলে পরবর্তীতে সংশ্লিষ্টদের কলেজের অধ্যক্ষের সাথে যোগাযোগ করতে হবে এবং বৈধ কাগজপত্র দেখানোর পর বিবেচনা করা হবে। এছাড়া হলে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। অপরদিকে কলেজের ফ্লাইট সার্জেন্ট ফজলুল হক হল (মুসলিম হল) এবং জীবনানন্দ দাশ হলেও (হিন্দু হল) অভিযান চালিয়েছে কর্তৃপক্ষ। বিএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক শফিকুর রহমান সিকদার বলেন, আমরা আগেই নির্দেশনা দিয়েছিলাম। এরপরও আমরা অভিযান চালিয়েছি। হলগুলোর সব শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech