আমতলী প্রতিনিধি।
আমতলী উপজেলার সাত ইউনিয়ন পরিষদের ৮৪ জন নারী-পুরুষ সদস্যকে ইউনিয়ন পরিষদ সম্পর্কিত অবহিতকরণ কোর্সের সমাপনী দিনে সনদ বিতরন করা হয়েছে। প্রধান অতিথি বরগুনা জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান এ সনদ বিতরন করেন।
জানাগেছে, জাতীয় স্থানীয় সরকার ইনষ্টিটিউট (এনআইএলজি) আমতলী উপজেলার সাতটি ইউনিয়নের ৮৪ জন নারী-পুরুষ ইউপি সদস্যদের ইউনিয়ন পরিষদ সম্পর্কিত অবহিতকরণ কোর্সের আয়োজন করেন।
তিন দিনব্যাপী এ অবহিতকরণ কোর্স বুধবার শেষ হয়। সমাপনী দিন বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি বরগুনা জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান সনদ বিতরন করেন। ইউএনও একেএম আব্দুল্লা বিন-রশিদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান, সহকারী কমিশনার (ভুমি) মোঃ নাজমুল ইসলাম, ওসি একেএম মিজানুর রহমান ও নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সরদারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম, সমাজসেবা অফিসার মোঃ মঞ্জুরুল হক কাওসার, ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, মোঃ আখতারুজ্জামান বাদল খান, মোঃ বোরহান উদ্দিন মাসুম তালুকদার, মোঃ রফিকুল ইসলাম রিপন, মোঃ আসাদুজ্জামান মিন্টু মল্লিক, সোহেলী পারভীন মালা, অ্যাডভোকেট এইচএম মনিরুল ইসলাম মনি ও ইউপি সদস্য নাশির উদ্দিন মোল্লা ও তামান্না বেগম প্রমুখ।