বিশেষ অতিথি ছিলেন পরিচালক স্বাস্থ্য বরিশাল বিভাগ ডাঃ বাসুদেব কুমার দাস, জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার, অধ্যক্ষ শের-ই-বাংলা মেডিকেলে কলেজ বরিশাল অধ্যাপক ডাঃ মোঃ মনিরুজ্জামানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। শুরুতে অতিথিরা এইডস এর ভয়াবহতা নিয়ে সংক্ষিপ্ত এক আলোচনা সভা করেন পরে তারা বর্ণাঢ্য এক র্যালিতে অংশগ্রহণ করেন। এদিকে শের-ই-বাংলা মেডিকেলে কলেজ হাসপাতাল বরিশাল এর আয়োজনে শেবাচিম কনফারেন্স রুমে শের-ই-বাংলা মেডিকেলে কলেজ হাসপাতালের চিকিৎসক ও ছাত্রদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথিরা চিকিৎসা সেবার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।