পুলিশের ২৭ পরিদর্শককে বিসিএস পুলিশ ক্যাডারের সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতির পর তাদের পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।
গত ২৮ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ অধিশাখার উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেওয়া হয়। আজ বৃহস্পতিবার পুলিশ সদর দফতর থেকে বিষয়টি জানানো হয়েছে।
পদোন্নতিপ্রাপ্ত পুলিশ পরিদর্শকরা দীর্ঘদিন ধরে অফিসার ইনচার্জ (ওসি) ও সম-পদমর্যাদায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কর্মরত ছিলেন।