বরিশাল প্রতিনিধি :
আজ ৩ ডিসেম্বর শুক্রবার সকাল ১০ টায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর আয়োজনে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-২য় পর্যায় এর আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সচিব পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ মোঃ মশিউর রহমান এনডিসি। আনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহাপরিচালক (গ্রেড-১) বিআরডিবি সুপ্রিয় কুমার কুন্ডু। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল (ভারপ্রাপ্ত) মোঃ শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল রকিবুর রহমান খান, প্রকল্প পরিচালক ইরেসপো বিআরডিবি মোহাম্মদ রাশেদুল আলম, উপপরিচালক বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বরিশাল সুপ্রিয়া বরসহ বিভিন্ন অতিথিরা উপস্থিত ছিলেন। শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে প্রধান অতিথি দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-২য় পর্যায় এর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরে সকলের অংশগ্রহণে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়।