বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

মৎস্য অধিদপ্তরের মেরিন ফিশারিজ প্রকল্প নিয়ে কর্মশালা অনুষ্ঠিত  

মৎস্য অধিদপ্তরের মেরিন ফিশারিজ প্রকল্প নিয়ে কর্মশালা অনুষ্ঠিত  

নিজস্ব প্রতিবেদক ॥ টেকসই উপকূলীয় এবং সামুদ্রিক মৎস্য প্রকল্পের কার্যক্রমের উপর মিডিয়া কভারেজ প্রদানের সুযোগ এবং কৌশল নিয়ে দিনব্যাপি কর্মশালা হয়েছে। মৎস্য অধিদপ্তরের সাসটেইনেবলকোষ্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রকল্পের উদ্যোগে গতকাল রোববার এ কর্মশালা অনুষ্ঠিত হয়। নগরীর কাশিপুর ফিসারী রোডের মৎস্য প্রশিক্ষন কেন্দ্রে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আবদুর রাজ্জাক। কর্মশালায় সভাপতিত্ব করেন মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক মো. আনিছুর রহমান তালুকদার। বিশেষ অতিথি ছিলেন, প্রকল্পের উপ-পরিচালক মো. কামরুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জিব সন্যামত, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজী মিরাজ, বাংলাদেশ গ্রীন ইউনিভার্সিটির জার্নালিজম বিভাগের ড. অলিউর রহমান। কর্মশালায় সঞ্চালনা করেন জেলা মৎস্যৎ কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস।  সেমিনারে দেশের উপকুলীয় মৎস্য সম্পদের বিভিন্ন দিক ও সম্ভাবনার কথা তুলে ধরে তার যথাযথ ব্যবহারের পাশাপাশি সংরক্ষন ও সম্প্রসারনের উপরও গুরুত্বারোপ করা হয়। এক্ষেত্রে গনমাধ্যমের বিশাল ভুমিকার কথাও তুলে ধরেন অতিরিক্ত বিভাগীয় কমিশনারসহ মৎস্য অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগন। সেমিনারে অংশগ্রহনকারী গনমাধ্যম কর্মীগন ও মৎস্য সেক্টরের বিভিন্ন দিক তুলে ধরেন। বিশ^ ব্যাংক ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে দেশের উপকূলীয় ১৪টি জেলার ৭৫টি উপজেলায় প্রায় ১ হাজার ৯শ কোটি টাকার একটিমৎস্য উন্নয়ন প্রকল্প আগামী ২০২৩ সালের মধ্যে বাস্তবায়ন করা হচ্ছে। এরফলে উপকূলীয় মৎস্যসম্পদ ছাড়াও জেলে ও মৎসজীবীদের জীবনমানের উন্নয়ন তরান্বিত হবে বলে আশা করছেন প্রকল্প সংশ্লিষ্টগন। কর্মশালায় অংশগ্রহন করেছেন সিনিয়র সাংবাদিক এমএম আমজাদ হোসাইন, নাসিম-উল আলম, মকবুল হোসেন, হুমায়ন কবির, শাহীনা আজমিন, গোপাল সরকার, সৈয়দ মাহমুদ হোসেন চৌধুরী, মনিরুল আলম স্বপন খন্দকার, জিয়া বাবু, মো.জাকির হোসেন, জিয়া শাহীন, সুমন চৌধুরী, রাহাত খান, গিয়াস উদ্দিন সুমন, এম জহির, সাইদ মেমন, সাইফ আমিন, খান রফিক, মাইনুল ইসলাম সবুজ, সুখেন্দু এদবর, কেএম নয়ন, এম. মিরাজ হোসাইন, এম লোকমান হোসাইন, মো. আনিসুর রহমান, রাইসুল ইসলাম অভি, অপূর্ব অপু, শাহীন সুমন, সুমাইয়া জিসান, তন্ময় তপু, এসএম হিরা, মো. জসীম উদ্দীন, ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আক্কাস সিকদার প্রমুখ।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech