বরিশাল প্রতিনিধি:
বরিশালে ফাঁসির দন্ডপ্রাপ্ত পলাতক আসামী আনোয়ার খানকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার আশুলিয়ার মোল্লা মার্কেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আনোয়ার হোসেন (৪২) বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানাধীন লামছরি এলাকার মৃত আব্দুল কাদের খানের ছেলে। গতকাল সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল। তিনি জানান, গতকাল তাকে আদালতে হাজির করা হয়েছে। এর আগে রবিবার ঢাকার আশুলিয়া মোল্লা মার্কেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে থানার পরিদর্শক (তদন্ত) সগির হোসেনের নেতৃত্বে অভিযানে ছিলেন এস আই হুমায়ন কবির, হালিম, এএসআই সাইফুলসহ ৬ থেকে ৭ জনের একটি দল অভিযানটি পরিচালনা করে। মামলার বাদী ও নিহতের পিতা মো. আব্দুল মালেক মাঝি জানান, ২০১০ সালের ২ জুন তার ছেলে সুলতান বাদশাকে চার লাখ টাকার জন্য অপহরণ করে খুন করে একই ইউনিয়নের বশির ফকির, আঃ ছত্তার, আনোয়ার হোসেনসহ ৫ থেকে ৬ জন। যে ঘটনায় দায়েরকৃত মামলায় তিনজনকে ২০১৩ সালের ১১ নভেম্বর ফাঁসির দন্ডাদেশ দেয় আদালত। মামলার অপর দুই আসামীর মধ্যে বশির ফকির এখনও পলাতক রয়েছেন।