৮ ডিসেম্বর বরিশাল মুক্ত দিবসে শের-ই-বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে নব-নির্মিত শহীদ মিনার এর শুভ উদ্বোধন করা হয়। আজ ৮ ডিসেম্বর বুধবার সকাল ১১ টায় শের-ই-বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ে নব-নির্মিত শহীদ মিনার এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। উদ্বোধন শেষে এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি বিসিসির ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব জিয়াউর রহমান। কাউন্সিলর ২৬ নং ওয়ার্ড মোঃ হুমায়ুন কোবির, কাউন্সিলর ২৪ নং ওয়ার্ড শরীফ মোহাম্মদ আনিসুর রহমান, কাউন্সিলর ২২ নং ওয়ার্ড মোঃ আনিসুর রহমান, কাউন্সিলর ২৯ নম্বর ওয়ার্ড মোঃ ফরিদ আহমেদ, কাউন্সিলর ১ নম্বর ওয়ার্ড আমির হোসেন বিশ্বাস, কাউন্সিলর ২৩ নম্বর ওয়ার্ড মোঃ এনামুল হক বাহার, কাউন্সিলর ৪ নম্বর ওয়ার্ড মোঃ তৌহিদুল ইসলাম, কাউন্সিলর ১২ ওয়ার্ড জাকির হোসেন, কাউন্সিলর ২৮ ওয়ার্ড জাহিদ হোসেন রুবেল, প্রধান শিক্ষক মোঃ হারুন-অর-রশিদসহ স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শুরুতে শহীদ মিনারের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার এসময় তিনি সহ সকল অতিথি বৃন্দ শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে সংক্ষিপ্ত এক আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।