দীর্ঘ ৪ বছরেরও বেশি সময় প্রতীক্ষার পরে শুক্রবার মালয়েশিয়ার মন্ত্রিসভায় বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করতে সম্মত হয়েছে দেশটির সরকার। বর্তমান সব সেক্টরে ব্যাপক কর্মী সংকটের কারণে কলকারখানা, কনস্ট্রাকশন প্রজেক্ট বন্ধ হবার উপক্রম। ফলে মালয়েশিয়ার চলমান সঙ্কট কাটাতে ২০২২ সালের মধ্যে প্রায় ৬ লাখ বিদেশি কর্মী প্রয়োজন। এরফলে মন্ত্রিসভায় সব সেক্টরের জন্য কর্মী নিয়োগ উন্মুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। দেশটির মানবসম্পদ মন্ত্রী দাতুক সেরি এম সারাভানান জানান, সমঝোতা স্মারক স্বাক্ষরের পরপরই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী যেতে পারবে।