শামীম আহমেদ ॥
বৈষম্য ঘুচাও, সাম্য বাড়াওঃ মানবাধিকারের সুরক্ষা দাও এই প্রতি পাদ্য নিয়ে বরিশালে আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০২১ উদ্যাপন উপলক্ষে সমাবেশ ও মানবববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ শুক্রবার (১০) ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় নগরীর প্রাণকেন্দ্র সদররোডে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করে বরিশাল মহিলা পরিষদ, ব্লাস্ট, নাগরীক উদ্যোগ,আইসিটিএ,কাট ফাউন্ডেশন, ন্যাশনাল হিউম্যান রাইটাস্ ক্রাইম রিপোটার্স ফাউন্ডেশন সহ বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবি সংগঠন।
বরিশাল সম্মিলিত অন্তর্জাতিক মানবাধিকার উদ্যাপন পর্ষদের ব্যানারে ও বরিশাল ও মানবাধিকার জোট সভাপতি সৈয়দ হাবিবুর রহমানের সভাপতিত্বে মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন, মহিলা পরিষদ সাধারন সম্পাদিক পূস্প রানি চত্রবর্তী, সনাক সভাপতি অধ্যাপিক (অবঃ) শাহ সাজেদা, কাজী মিজানুর রহমান,আনোয়ার জাহিদ,গাজী জাহিদ হোসেন,রফিকুল আলম,হাসিনা বেগ নিলা সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চলনা করেন শুভংকর চত্রবর্তী।