শামীম আহমেদ ॥
মেহগনি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় চন্দন মন্ডল (১৯) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত চন্দন বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের চররমজানপুর গ্রামের মৃত অশোক কুমার মন্ডলের পুত্র।
এ ঘটনায় শুক্রবার সকালে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে নিহতের বড় ভাই অমিত মন্ডল। মামলা ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত চন্দন দীর্ঘদিন যাবত মানসিক রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার দিবাগত রাতে নিজ কক্ষে ঘুমাতে যায় সে (চন্দন)। শুক্রবার ভোরে তাকে শয়নকক্ষে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুজির একপর্যায়ে একই গ্রামের একটি মেহগনি গাছের বাগানে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় চন্দনের মরদেহ পাওয়া যায়। শুক্রবার বিকেলে গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। নিহতের ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারন যাবে বলেও তিনি উল্লেখ করেন।