আজ ১০ ডিসেম্বর শুক্রবার সকাল ১১ টায় সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বৈচিত্র্য কথন এর সম্পাদনা পরিষদের আয়োজনে ত্রৈমাসিক সাহিত্য পাতা বৈচিত্র্য কথন এর মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল প্রশান্ত কুমার দাস, সভাপতি বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব কাজী আবুল কালাম আজাদ, জাতীয় সাংবাদিক সংস্থা’র কেন্দ্রীয় পরিকল্পনা সচিব এম.আর প্রিন্স, প্রকাশক ও সম্পাদক মোঃ আল আমিন, উপদেষ্টা এস, এম, মাসুদ পারভেজসহ কবি সাহিত্যিকরা উপস্থিত ছিলেন। শুরুতে প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার বৈচিত্র্য কথন এর মোড়ক উন্মোচন করেন। পরে সংক্ষিপ্ত এক আলোচনায় অতিথিরা সাহিত্য পাতার বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।