আজ ১০ ডিসেম্বর শুক্রবার সকাল সাড়ে ১১ টায় বিভাগীয় ও জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে যথাযথ মর্যাদায় মানবাধিকার দিবস ২০২১ উদযাপন উপলক্ষে সার্কিট হাউজ চত্বর থেকে বর্ণাঢ্য এক র্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয় পরে সেখান এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ সরকারি ব্রজমোহন কলেজ বরিশাল ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল প্রশান্ত কুমার দাস, সভাপতি সচেতন নাগরিক কমিটি সনাক বরিশাল প্রফেসর শাহ সাজেদাসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান প্রতিনিধি, এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় অতিথিরা মানবাধিকার দিবসের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।