আজ ১১ ডিসেম্বর শনিবার সকাল ১১ টার জেলা তথ্য অফিস বরিশাল এর আয়োজনে জেলা প্রশাসন বরিশালের সহযোগিতায় কাশিপুর হাই স্কুল এন্ড কলেজ বরিশাল এর হলরুমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে শিক্ষক শিক্ষার্থীদের সাথে এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহাপরিচালক গণযোগাযোগ অধিদপ্তর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিধান চন্দ্র কর্মকার। অনুষ্ঠানে জেলা প্রশাসক বরিশাল এর পক্ষে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল মোঃ সোহেল মারুফ। মুক্তিযুদ্ধের গল্প শোনাবেন বীর মুক্তিযোদ্ধা সার্জেন্ট আবদুস সাত্তার বীর উত্তম, বীর প্রতীক কে এস এ মহিউদ্দিন মানিক। এছাড়াও উপস্থিত ছিলেন পরিচালক জেলা তথ্য অফিস বরিশাল জাকির হোসেন, অধ্যক্ষ কাশিপুর হাই স্কুল এন্ড কলেজ বরিশাল মামুন আর রশিদসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। শুরুতেই অতিথিরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প শোনান বীর মুক্তিযোদ্ধা বৃন্দ। পরে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয় শিক্ষার্থীদের মাঝে। সহকারী তথ্য অফিসার জেলা তথ্য অফিস লেলিন বালার সঞ্চালনায় মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর জীবন-কর্মের উপর কুইজ প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতায় ১০ জন বিজয়ীদের মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পুরস্কার হিসেবে বিতরণ করা হয়।