নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীর ৫ নং ওয়ার্ড পলাশপুরের মোহাম্মদপুর ধান গবেষনা সংলগ্ন হাউজিং মাঠে মোহাম্মাদপুর ফাতিমাতুজ্জহরা রহমানিয়া কিরাতুল কুরআন বহুমুখী হাফিজি মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং’র বাউন্ডারি টিনের বেড়া ভেঙ্গে ফেলে দূবৃত্তরা। গতকাল শনিবার সকালে মাদ্রাসা কতৃপক্ষ মাদ্রাসায় গিয়ে দেখতে পান বাউন্ডারি টিনের বেড়া কে বা কারা রাতের আধারে ভেঙ্গে ফেলে গেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে মাদ্রাসা সংলগ্ন পাশের নিরভ স্থানে সকাল থেকে গভীর রাত পর্যন্ত কিছু মাদক সেবনকারীরের আড্ডা দেখা যায়।
কিছু দিন পূর্বে মাদ্রাসার কতৃপক্ষ তাদের আড্ডা বাধা দেওয়ার জের ধরে মনে হয় মাদ্রাসার বাউন্ডারি টিনের বেড়া ভেঙ্গে ফেলে যায়। মাদ্রাসা কতৃপক্ষ জানান, মাদক সেবনকারীদের আড্ডা দিতে মানা করায় রাতের আধারে কেউ ভেঙ্গে ফেলে রেখে গেছেন। এবং কি বেশ কিছু দিন ধরে মাদ্রাসা বন্ধ করে যাওয়ার পরে মাদ্রাসার মধ্যে প্রবেশ করে কল খুলে নিয়ে যায়। শুধু তাই নয় মাদ্রাসার বাউন্ডারি দেওয়ালে বিদ্যুতিক নিয়ে যায় এবং কিছু লাইটও ভেঙ্গে ফেলে রেখে যায়। প্রায় ৩ মাস পূর্বে মাদ্রাসার সাইন বোর্ড ভেঙ্গে ফেলে রেখে যায় দূবৃত্তরা। মাদ্রাসার দানকৃত একটি ছাগলও চুরি করে নিয়ে গিয়েছে বলে অভিযোগ করেন মাদ্রাসা কতৃপক্ষ। তাই প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন বিষয়টির দিকে নজর দেওয়ার জন্য।