মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের সঙ্গে নিয়ে এসব ষড়যন্ত্র ও অপরাজনীতি মোকাবিলা করা হবে বলেও উল্লেখ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। সোমবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিজয়ের পতকা মিছিলে অংশ নিয়ে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধ চলাকালে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ক্যান্টনমেন্টে নিরাপদে বসবাস করেছেন। জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত বলেও মন্তব্য করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।