পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের নাজিরপুর স্ত্রীর মর্যদার দাবিতে প্রেমিকের বাড়িতে দুইদিন ধরে অবস্থান নিয়েছে অন্তঃসত্ত্বা প্রেমিকা। ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের পাতিলাখালী গ্রামে।
প্রেমিক কাইয়ুম শেখ (৩০) ওই গ্রামের আলী শেখের ছেলে। প্রেমিকা (২২) একই গ্রামের বাসিন্দা।
রোববার সকালে কাইয়ুম শেখের বাড়িতে গিয়ে কথা হয় ওই যুবতীর সাথে। তিনি বলেন, এক বছর আগে আমি কাইয়ুমের সাথে প্রেমের টানে পালিয়ে বরিশাল চলে যাই। সেখানে এক হুজুরের মাধ্যমে আমাদের বিয়ে হয়। পরে আমি তার সাথে প্রায় ১ বছর ধরে স্ত্রী হিসাবে অবস্থান করছি। আর এতে আমি ৬ মাসের গর্ভবতী। সে আমাকে এখন স্ত্রী হিসাবে না মানায় আমি স্ত্রীর মর্যদা পেতে এ বাড়িতে অবস্থান করছি। ওই যুবতী ওই বাড়িতে অবস্থানের পর থেকে প্রেমিক যুবক পালিয়েছে।
জানা গেছে, কাইয়ুমের সাথে একই গ্রামের ছালেক শেখের মেয়ে সুমাইয়া আক্তারের বিয়ে হয়। পরে তার বিরুদ্ধে যৌতুকের দাবিতে দায়ের হওয়া মামলা আদালতে বিচারাধীন। এ ছাড়া ওই যুবকের এর আগে আরো ৩টি বিয়ে রয়েছে। আর ওই যুবতীরও আগে আরো ২টি বিয়ে ও ৩ বছরের একটি মেয়ে রয়েছে।