বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

ডিজিটাল নিরাপত্তা আইনে বরিশালের আদালতে বিএনপি নেতা আলালসহ ১৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

ডিজিটাল নিরাপত্তা আইনে বরিশালের আদালতে বিএনপি নেতা আলালসহ ১৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

বরিশাল প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অশালীন মন্তব্যের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা অইনে বিএনপি’র যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও কেন্দ্রীয় বিএনপি নেতা মোছাদ্দেক আলী জায়গীরদারের বিরুদ্ধে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলার আবেদন করা হয়েছে। গতকাল বুধবার সকালে বরিশাল সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজাদ হোসেন লিটন মোল্লা বাদী হয়ে এই মামলার আবেদন করেন। মামলায় নামধারী দু’জন সহ ১৫ জনকে আসামী করা হয়েছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি ইশতিয়াক আহমেদ রুবেল। আদালতের বিচারক গোলাম ফারুক মামলার আবেদন গ্রহণ করে ২০২২ সালের ৩ জানুয়ারি শুনানির দিন ধার্য করেন। মামলার বাদীর আইনজীবী নাসির আহমেদ খান বাবুল জানান, ১ অক্টোবর জাতীয়তাবাদী নাগরিক কমিটি আয়োজিত ‘বাংলাদেশ ও শহীদ জিয়াউর রহমান’ শীর্ষক আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি, কুরুচিপূর্ণ, মিথ্যা ও অশালীন বক্তব্য দেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল এবং মোসাদ্দেক আলী জায়গীরদার। তাদের সেই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এছাড়া অজ্ঞাতনামা আসামিরা বিভিন্ন গ্রুপে, ফেসবুক ও ইউটিউব চ্যানেলে ঐ ভিডিও ক্লিপ প্রচার করেন। ঐ ভিডিও দেখে বাদী এবং স্বাক্ষীরা মর্মাহত এবং ক্ষুব্ধ হয়ে মামলার আবেদন করেন বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech