আরজ আলী মাতুব্বরের ১২১তম জন্মদিন উপলক্ষ্যে বরিশালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে নগরীর রায় রোডের খেয়ালী গ্রুপ থিয়েটার মিলনায়তনে গণনাট্য সংস্থার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
অধ্যাপক শাহ আজিজুর রহমান খোকনের সভাপতিত্বে স্মরণ সভা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য মুক্তিযোদ্ধা অধ্যাপক আবদুস সাত্তার। বিশেষ অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতি সাবেক সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল।
আরজ আলী মাতুব্বরের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বিএম কলেজের ইংরেজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর মাহবুবুল আলম সেলিম, জেলা সিপিবি সভাপতি ও শিক্ষক নেতা অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, অধ্যাপক লুৎফে আলম, অধ্যাপক জলিলুর রহমান, বাংলাদেশ কলেজ-শিক্ষক সমিতি বিভাগীয় যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আমিনুর রহমান খোকন, জেলা ট্রেড ইউনিয়ন সভাপতি অ্যাডভোকেট এ,কে আজাদ, অধ্যক্ষ মোহসেনা বেগম পুতুল, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ সভাপতি অধ্যাপক নজমুল হোসেন আকাশ, লেখক ও গবেষক মুক্তিযোদ্ধা আবুল মান্নান, বিপ্লবী ওয়াকার্স পার্টি নেতা হারুন অর রশিদ, উপাধ্যক্ষ হারুন অর রশিদ এবং জেলা গণফোরাম সভাপতি অ্যাডভোকেট হিরন কুমার দাস মিঠুসহ অন্যান্যরা।