বরিশাল প্রতিনিধি:
মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ নগরীর সোহেল চত্ত্বরস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় র্যালী বের করে।
১৮ ডিসেম্বর,শনিবার বিকেলে অনুষ্ঠিত বিজয় র্যালীতে নেতাকর্মীদের ঢল নামে। বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর আয়োজনে এ কর্মসুচী অনুষ্ঠিত হয়েছে।
র্যালীটি নগরীর সোহেল চত্ত্বরস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেখানে এসে শেষ হয়।
শনিবার বিকেলে নগরীর বিবির পুকুর পাড় নেতাকর্মীর ব্যাপক সমাগম ঘটে। দুপুর থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে এ কর্মসুচীতে নেতাকর্মীরা আসতে শুরু করে। জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত র্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গির।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, মহানগর সহ সভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, ভিপি আনোয়ার হোসেন, প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু, অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, নিরব হোসেন টুটুল প্রমুখ।