শামীম আহমেদ ॥ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, মুজিববর্ষ ও মহান বিজয় দিবস উপলক্ষে কবি ও সাহিত্যিকদের স্মারক সম্মাননা প্রদান করা হয়েছে।
বঙ্গবন্ধু কবিতা পরিষদের বরিশাল জেলার গৌরনদী উপজেলা শাখার আয়োজনে এ উপলক্ষে শনিবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলার কবি ও সাহিত্যিকদের অংশগ্রহণে মিলন মেলা বসেছিলো। বঙ্গবন্ধুর বোনের নামে প্রতিষ্ঠিত গৌরনদী আমেনা বেগম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও সংবর্ধিত কবি বিপিন চন্দ্র বিশ্বাস।
বঙ্গবন্ধু কবিতা পরিষদের উপজেলা শাখার সভাপতি ডাঃ মণীষ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কবি ও সাহিত্যিক অধ্যাপক আব্দুল হাকিম, কবিরত্ম শিকদার রেজাউল করিম, সহকারী অধ্যাপক কবি জিনাত জাহান খান প্রমুখ। সবশেষে সাতজন কবি ও সাহিত্যিককে স্মারক সম্মাননা প্রদান করা হয়।